একসময় সোশ্যাল মিডিয়ায় চর্চিত বন্ধুত্বের জুটি ছিল সৌমিতৃষা কুণ্ড, সায়ক চক্রবর্তী। আজ যদিও সেই বন্ধুত্বে ফাটল ধরেছে। তারজেরেই একেঅপরকে আনফলো করেন তারা। তবে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সায়ক।
২৪ ফেব্রুয়ারি সৌমিতৃষার জন্মদিন। আর এদিনই সায়কের করা পোস্টে লেখা, ‘শুভ জন্মদিন বন্ধু। আমার জীবন থেকে চলে যাওয়া আরও এক বন্ধুর জন্মদিন আজ, এখন আর নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছে হয় না।’
সায়ক আরও লেখেন, ‘লকডাউনে রাতের পর রাত জেগে সবাই মিলে ফোনে গল্প, রোজ স্কুটি চালিয়ে আমার বাড়ি তে নিয়ে এসে শুটিং করানো,আমার কভিডে কোনো কিছুর তোয়াক্কা না করে বাড়ি ছুটে আসা,তার নতুন কাজে সবাই মিলে পোস্টার দেখতে বেরনো,আনন্দ তার,কিন্তু অদ্ভুদ ভাবে অমরও আনন্দ হতো, রোজ শুটিং শেষে দেখা,আড্ডা,একসাথে হই হই করে ব্লগ বানানো,আমি বলতাম ইনস্টা তে পোস্ট কর, রিল বানা,ভ্লগ বানা।’
‘দাঁড়া তোর ইনস্টা এফবি সব ভেরিফাইড করাই আজ, তার পর উইকিপিডিয়া বানানো,
বাড়িতে বেশি থাকতেই ইচ্ছে করতো না, মনে হতো সারাদিন বাইরে বন্ধু রা মিলে আড্ডা দি,পল্লবীর জন্মদিন শেষ করে স্কুটি নিয়ে দৌড়াতে হতো,কারন রাত ১২ টার মধ্যে ঢুকতেই হবে ওর জন্মদিন যে আজ, অন্যদিকে শুটিং শেষ করে দৌড়ে আমার বাড়ি এসে লুকিয়ে দাঁড়িয়ে থাকা সে বছর আমার জন্মদিনে খুব ভালো লেগেছিলো,রেস্ট্রুডেন্টে কে বিল দেবে সেই নিয়ে মারামারি….’
দিন গুলো তোলা থাকবে আমার কাছে সারা জীবন। হঠাৎ বদলাতে শুরু করে সব….লোকের কথায় কাছের বন্ধু কে ভুল বোঝা….একদিনেই দেখা না হওয়া,কথা না বলা অভ্যাস বদলানো যে কি কঠিন সেদিন বুঝে ছিলাম,তাই এখন আর বন্ধুত্বে ভরসা হয়না….পরিবার ছাড়া কেউ ইমপোর্টেন্ট না হওয়াটাই উচিত!তবে মন থেকে চাই অনেক নাম করুক ভালো থাকুক আমার বন্ধু…
নাম না নিয়েও সায়কের পোস্টের লেখা দেখে স্পষ্টই যে বন্ধুত্বে চিড় ধরলেও সৌমিতৃষার জন্মদিনে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়ে বন্ধুত্বের মর্যাদা রেখেছেন সায়ক।