প্রাক্তন বৌদি সুস্মিতার সাথে পুরনো ভিডিও শেয়ার করলেন সায়ক চক্রবর্তী, ‘কি সুন্দর ছিল দিনটা’…পুরনো কথা ভেবে আবেগপ্রবণ অভিনেতা

সায়ক চক্রবর্তী

ডিভোর্স মানেই একে অপরের উপর কাঁদা ছোঁড়াছুড়ি, পরিবারকে টেনা হেঁচড়া। তবে অভিনেত্রী সুস্মিতা রায় আর সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচীর ডিভোর্স একটু ব্যতিক্রম। কারণ দুই পক্ষ একে অপরকে স্নেহ করে এবং একে অপরের পরিবারকে ভালোবাসে।

অভিনেত্রী সুস্মিতা রায় আর সব্যসাচীর ডিভোর্স যেমন তাদের ভক্তরা মন খারাপ ছিল তেমন তাদের পরিবারের। বিশেষ করে অভিনেতা সায়ক চক্রবর্তীর। সুস্মিতা তার দাদা বউ হওয়ার আগে তার ভালো বন্ধু আর কলিগ ছিল। তাই সায়ক আর তার বৌদি সম্পর্কটা একটু বেশিই মিষ্টি ছিল।

কুটনি বৌদি’র জন্য মন খারাপ সায়কের। নিজের ইউটিউব ভ্লগে বৌদির সঙ্গে কাটানো মুহূর্ত পোস্ট করে সায়ক লেখেন, “আমরা সপরিবারে সেদিন খেতে গিয়েছিলাম কি সুন্দর ছিল সেই দিনটা।।” ভিডিওতে দেখা যাচ্ছে স-পরিবারে কোনও রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। এদিন সুস্মিতাও উপস্থিত ছিল। দেওয়র আর বৌদি খুনসুটির ফুটে ওঠে। পোস্ট দেখে বোঝাই যাচ্ছে সায়ক এখনো তার প্রিয় কুটনি বৌদিকে মিস করেন।