চুপিসারে বিয়ে করলেন সায়ক চক্রবর্তী, ছবি সামনে আসতেই হৈ চৈ নেটপাড়ায়

সায়ক চক্রবর্তী

সাত সকালে অভিনেতা এবং জনপ্রিয় ব্লগার সায়ক চক্রবর্তীর বিয়ের ছবি দেখে অবাক নেটপাড়া। পাত্রী টেলি পাড়ার জনপ্রিয় নায়িকা। মাথায় টোপর , বর বেশে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন সায়ক। যা নিমিষে ভাইরাল।

সায়কের পাত্রী ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। আর তারপরেই প্রশ্ন উঠছে সত্যি কি বিয়ে করল সায়ক। কারণ কিছুদিন আগে নিজের পাত্রী খোঁজার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন?

সায়ক চক্রবর্তী

একেবারেই নয়, আন্দাজ করা যাচ্ছে কোনও শ্যুট বা প্রোমোশনের অথবা কোনও মিউজিক ভিডিওর জন্যই বিয়েটা হয়েছে। যদিও এই ব্যাপারে মুখ খুলতে রাজী নন সায়ক। পুরো বিষটা ক্রমশ প্রকাশ্য।