“প্রচুর খারাপ মন্তব্য শুনছি… দর্শকের মনে হচ্ছে আমি সমকামী”, কটাক্ষের পাল্টা জবাব দিলেন সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

বেশকিছুদিন ধরেই জি বাংলার ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে ‘ঋতম’ ওরফে সায়ক চক্রবর্তীর অভিনয়কে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। গল্পে নতুন টুইস্ট আসাতেই জোর চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

শুরুতে সায়ক ওরফে পর্দার ঋতমের বিয়ে হয় আরশির দিদি কাঁকই-এর সঙ্গে। বিয়ের পর হঠাৎই রূপ বদলাতে থাকে ঋতম। স্ত্রীকে ফেলে, অন্য পুরুষের প্রেমে পড়েছে সে। গল্পে ঋতম সমকামী।

বড় চুল, শাড়ি, চড়া মেকআপে, সমকামী চরিত্রে অভিনয় করার ফলে সমাজমাধ্যমে একাধিক কু-মন্তব্য ধেয়ে আসে সায়কের দিকে। এমনকী তাকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। ঋতম চরিত্রের জন্য এমন কটাক্ষ কতটা আঘাত দিয়েছে সায়ককে?

আজকাল ডট ইন-কে সায়ক বলেন, “প্রচুর খারাপ মন্তব্য শুনছি। আমার অভিনয় দেখে আগে তো কেউ এমন মন্তব্য করেননি। অথচ, সমকামী চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকের মনে হচ্ছে আমি সমকামী। কেউ বললেই তো আমি সেটা হয়ে যাব না। আমি যা, তাই থাকব।”

সায়ক আরও বলেন, “অবাক লাগছে, কেউ কীভাবে পর্দায় কোনও চরিত্র দেখে বাস্তবের সঙ্গে তুলনা করতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথম এমন কনটেন্ট তৈরি হল। ভুলভুলাইয়া ৩-এ কার্তিক আরিয়ানকে দর্শক সমকামী চরিত্রে দেখেছেন, তাতে তো অসুবিধা হয়নি। আর এই চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জিং। ওরকম ভারী শাড়ি, মাথায় ফলস চুল পরে, খুব অসুবিধা হচ্ছিল। তবুও চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি‌। দর্শকের থেকে ইতিবাচক হোক বা নেতিবাচক মন্তব্য এসেছে, এখানেই ঋতমের স্বার্থকতা।”

Previous articleঅবশেষে শেষ হল ‘গীতা এলএলবি’ ধারাবাহিক, মন খারাপ গোটা টিমের
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।