অভিনেতা হওয়ার পাশাপাশি একজন জনপ্রিয় ব্লগার হিসাবে সোশ্যাল মিডিয়ায় দারুণ পরিচিতি সায়ক চক্রবর্তীর। মাঝেমধ্যেই নিজের জীবনের খুটিনাটি, পরিবারের সকলের সাথে ছবি পোস্ট করে থাকেন অভিনেতা। কিছু বিষয়ে আবার ট্রোলারদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে।
সম্প্রতি সায়ক তার বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেন। ছবিতে তার বাবা-মায়ের পরনে নীল পাঞ্জাবি আর নীল শাড়ি। ছবির সঙ্গে সায়ক লেখেন, ছেড়ে যাওয়ার যুগে অনেক ভালো খারাপ অভিজ্ঞতা পাড় করে আজও একসঙ্গে বাবা-মা।
কিন্তু এই সুন্দর পোস্টের মন্তব্য ঘিরেই অশালীন মন্তব্য করেন এক মহিলা। যার নাম শিউলি আচার্য। সায়কের পোস্টে শিউলি লেখেন, “কি ফালতু লাগছে, কি ড্রেসআপ, যেমন বুড়ি তেমন বুড়ো, দাত নেই, গাল নেই, শুকনো পাপর।”
তবে এমন কটু মন্তব্যের পালটা জবাব দিতেও ছারেননি সায়ক। এরপরেই কমেন্টে সায়ক লেখেন, “আপনি এযুগের মানুষ রুপী অমানুষ। ২ দিন বাদে আপ্নিও বুড়ি হবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আপনি নিজের মুখটাও আয়নায় দেখে আঁতকে ওঠেন।”


