শুটিং সেটে নিজের মনের মানুষকে খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী, প্রেমে পড়লেন অভিনেতা?

সায়ক চক্রবর্তী

অভিনয় জগত থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সবেত্রেই সাফল্য লাভ করেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। চিরসখার পাশাপাশি বর্তমানে ‘তুমি যে আমার হিরো’ ধারাবাহিকে অভিনয় করছেন।

সোশ্যাল মিডিয়ায় সকলের খুব প্রিয় মানুষ সায়ক। নিজের পরিবারের খুঁটিনাটি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। তাই অভিনেতার ব্যক্তিগত ব্যাপারে বরাবরই আগ্রহী নেটিজেনরা।

তবে নতুন সিরিয়ালের সেটে গিয়ে কি প্রেমে পড়লেন সায়ক? সেই সেটে গিয়ে এবার নাকি নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেতা। ব্যাপারটা কি?

আসলে সম্প্রতি অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে সায়ক লেখেন, ‘এই ছাপোসা সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে। মাকেও জানিয়ে দিয়েছি। আচ্ছা এরকম কারওর সঙ্গে হয়েছে যে দাদার বিয়েতে গিয়ে দাদার শালিকে ভাল লেগেছে?’

প্রথমে ক্যাপশন দেখে সকলে চমকে গেলে ক্যাপশনের লাইন পড়ে সকলে বুঝতে পারেন পুরো ব্যাপারটাই আসলে পর্দার। ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে নায়িকা আরশির দিদিকে পছন্দ হয় সায়কের। আরশির দিদির চরিত্রে অভিনয় করছেন অনুরাধা। আর গল্পেই সায়ক নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন।

Previous articleএবার হিন্দি রান্নার শোতে সুদীপা চট্টোপাধ্যায়
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।