বড়চমক! এবার ‘রাজবল্লভ’ এর চরিত্রে স্টারজলসার সিরিয়েলে এন্ট্রি নিলেন সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘করুনাময়ী রাণী রাসমণি’,’রামপ্রসাদ’-এর মতো ভক্তিমূলক ধারাবাহিকে কাজ করেছেন সায়ক চক্রবর্তী। আর প্রতিটা গল্পের চরিত্রেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। বর্তমানে ‘চিরসখা’ ও জি বাংলার ‘তুই আমার হিরো’ ধারবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়ছেন সায়ক।

এবার ফের এমনই একটি ভক্তিমূলক ধারাবাহিকে দর্শকদের বড় চমক দিতে চলেছেন সায়ক। জানা যাচ্ছে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা যেতে চলেছে সায়কের। প্রকাশ্যে এল তার মেগার প্রথম লুক।

সায়ক চক্রবর্তী

এই ধারাবাহিকে সায়ককে ‘রাজা রাজবল্লভ’-এর চরিত্রে দেখা যাবে। রাজবল্লভ মূলত একটি ধূসর চরিত্র। তিনি ভবানীর রাজ্যপাটে কী প্রভাব ফেলবেন তাই মেগায় দেখা যাবে। জানা গিয়েছে মেগায় তাঁর ট্র্যাক সোমবার অর্থাৎ ১১ অগস্ট থেকে দেখা যাবে।