অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ছোটপর্দায় এখন সূর্য নামেই পরিচিত। ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। চলতি সপ্তাহ আবারও বাংলার টপার তাঁর অভিনীত ধারাবাহিক।
তবে এর ‘জয়ী’, ‘চুন্নি পান্না’, ‘দেশের মাটি’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দিব্যজ্যোতি। মাত্র ২৩ বছর বয়সেই ক্যারিয়ারে সফল এই অভিনেতা। ছোট বয়স থেকেই পরিশ্রম করছেন ছোটপর্দার সূর্য। তিনি সবসময় খুব পজেটিভ একজন মানুষ তবে খুব চঞ্চল। শুটিং সেটে বাকি সদস্যদের সঙ্গে সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে তাঁর।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে দেখা যায় অভিনেতাকে। তাঁর কাছে প্রশ্ন রাখা হয় তিনি এত পজেটিভ থাকেন কি করে? উত্তরে অভিনেতা জানান, এটা বাবা-মায়ের থেকে শিখেছেন। ছোট থেকে তাকে বড় করার জন্য অভিনেতার বাবা মা অনেক কষ্ট করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন।
দিব্যজ্যোতির কথায় “প্রত্যেক বাবা-মায়েরা চান তাদের ছেলে মেয়ের ভালো ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেন। যেমন আমার দাদু অনেক কষ্ট করেছেন তাই আজ বাবা একজন সফল স্বর্ণ ব্যবসায়ী। সেই চেষ্টা আমিও করি। যা ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। স্বপ্ন দেখা সকলের উচিত, কিন্তু দেখলেই হবে না সেটার জন্য পরিশ্রম করতে হবে তাহলেই সাফল্য আসবে জীবনে”।