নন্দনের নামকরণ থেকে নামাঙ্কন করেছিলেন সত্যজিৎ রায়। আর তাঁকে নিয়ে তৈরি ছবি ঠাঁই পেল না সেই প্রেক্ষাগৃহেই। মুক্তি পেল অনীক দত্তের ছবি ‘অপরাজিত’। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানিয়ে এই ছবি তৈরি করা হয়েছে। সত্যজিৎ রায়ের চরিত্রে রয়েছে জীতু কমল। এই ছবি জায়গা পেল না নন্দন সহ কলকাতার একাধিক সিনেমা হলে। খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
নেটিজেনরা তীব্র প্রতিবাদ জানিয়েছে নেটদুনিয়ার। গোটা ব্যাপারটি নিয়ে চুপ রয়েছেন কিছু টলি সেলেবরা। তাদের মধ্যেই একজন অভিনেতা দেব। ‘অপরাজিত’ নিয়ে চুপ থাকায় নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হল।
কিছুদিন আগে ‘কিশমিশ’ ছবির ট্রেলারে অভিনেতা সাংসদ দেব বলেছিলেন, “সকলের উচিত বাংলা সিনেমার পাশে দাঁড়ানো। বাংলা সিনেমাকে বাঁচান, বাঙালি কেন বাংলা ছেড়ে সাউথের মুভি দেখছে”। সেই অভিনেতাই আজ ‘অপরাজিত’ মতো বাংলা ছবির বেলায় চুপ কেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন একাংশ নেটিজেনরা।