অভিনয় থেকে শুরু করে পোশাকের ব্র্যান্ড ইতিমধ্যেই পেশাদুনিয়ার সবক্ষেত্রেই বিচরণ করে ফেলেছেন। এবার আবীরের সাথে জুটি বেঁধে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই প্রসঙ্গে আবীর নিজেই জানান, “পুজো প্রায় শেষ। যদিও ছুটির আমেজ কাটেনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় এখনও আছে। তাই সময় নষ্ট না করে অবসরের সময়কে আরও রঙিন করে তুলব নতুন কিছু করে।”
তবে এই নতুন কিছু কি হতে পারে? জানা যাচ্ছে, সৌরভ-আবীর জুটিতে রান্নার বিজ্ঞাপনী ছবি এবং মুখ হয়ে উঠতে চলেছেন। যার আভাস পাওয়া গিয়েছিল পুজোর আগে। হলুদ ট্যাক্সিতে করে তাঁরা একটি প্রথম সারির ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে যোগ দিয়েছিলেন।
এর আগে ওই ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে একা ইলিশ রেঁধে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ। এবার আবীরকে সঙ্গী করে কী করতে চলেছেন সৌরভ, সেটাই দেখার পালা।

