একসময় টলিউডের মৃত্যুর মিছিলের মধ্যেও বেঁচে থাকার লড়াইও দেখেছি আমরা। তার জলজ্যান্ত উদাহরণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দু-দুবার মনের জোরে মৃত্যুর সাথে লড়াই করে জয়ী হয়েছিলেন ঐন্দ্রিলা। ক্যান্সারের মতো প্রাণহানি রোগও হারতে বাধ্য হয়েছে অভিনেত্রীর মনের জোরের কাছে। তবে শেষমেষ ভাগ্যের কাছের হার মানতে হল তাঁকে।
২০২২ সালের ২০ ই নভেম্বর ব্রেন স্ট্রোকে মারা যান অভিনেত্রী। তবে আজকের জেনারেশনের কাছে ঐন্দ্রিলা একজন অনুপ্রেরণা হয়ে রয়ে গেলেন। মাত্র ২৪ বছরে তার মৃত্যু একটা গোটা জেনারেশকে নাড়িয়ে দিয়েছিল। তার স্মৃতি আগলে রয়েছে তার বাবা-মা এবং বোন। আরেকজনও রয়েছেন অভিনেত্রী স্মৃতি আগলে, তিনি ঐন্দ্রিলার সব্যসাচি।
গত ৫ ই ফেব্রুয়ারি ছিল প্রায়ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্ম বার্ষিকী। নিজের জন্মদিনটায় শুধুমাত্র আপনজনদের সাথেই কাটাতেন ঐন্দ্রিলা। এবছরে এই দিনটি ছিল খুব ফাঁকা ফাঁকা। তার বোন ঐশ্বরিয়া সোশ্যাল মিডিয়ায় একটি প্রাণবন্ত ছবি পোস্ট করে লেখেন ‘শুভ জন্মদিন সুন্দরী… এই আনন্দের দিনটি বারবার ফিরে আসুক… দিদিভাই তোকে সবচেয়ে বেশি ভালবাসে।’
তবে অভিনেত্রীর জন্মবার্ষিকীতে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একটি পুরনো ভাইরাল ভিডিও। ভিডিওটি ‘দাদাগিরি’র মঞ্চে। দ্বিতীয়বার যখন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠলেন তারপরেই ‘দাদাগিরি’তে খেলতে এসেছিলেন প্রায়ত অভিনেত্রী। এদিন দাদা সৌরভের সামনে তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা। এমনকি তার একটি নাচ চোখে জল এনেছিল সকলে। ঐন্দ্রিলার নাচ দেখে চোখে জল চলে এসেছিল সৌরভেরও।
মঞ্চে সকলের সামনে ‘এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া’ গানে নৃত্য পরিবেশন করে সকলে ইমোশনাল করে দিয়েছিল ঐন্দ্রিলা। তার নাচের মধ্যে দিয়ে যেন জেগে উঠছিল তার অন্তরের লড়াই। কে জানত এই প্রাণবন্ত মেয়েটি সকলে এইভাবে কাঁদিয়ে চলে যাবে? চলুন আজ ঐন্দ্রিলা জন্মবার্ষিকী মাসে আরও একবার সেই ভাইরাল ভিডিও ফিরে দেখি।