গাঁটছড়া ধারাবাহিকের পর ফের স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরছনে অভিনেত্রী শোলাঙ্কি রায়। তার ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছিলেন দর্শকেরা। অবশেষে অপেক্ষার অবসান।
তবে শোলাঙ্কির ফেরার খবরের পাশাপাশি আরও একটি নাম উঠে আসছে। সেটি হল অভিনেতা সৌরভ চক্রবর্তী। শোলাঙ্কির নায়ক হয়ে নাকি বহু বছর পর বাংলা সিরিয়ালে ফিরছেন সৌরভ। সেই খবরে হৈ চৈ চারিদিকে।
বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকের নায়ক ছিলেন সৌরভ। বহু বছর হল ছোটপর্দায় তাকে আর দেখা যায় না। স্বাভাবিক ভাবেই তার ফেরার খবরে খুশি হয়েছেন দর্শকেরা।
কিন্তু সত্যিই কি বাংলা সিরিয়ালে ফিরছেন সৌরভ। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা। আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেতা জানান, ‘ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয় যাত্রার শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক সহজে। তাই ধারাবাহিকে অভিনয় করব না, কোনও দিনই এমন ভাবিনি। তবে স্টার জলসার কোনও ধারাবাহিকে আমি আদৌ ফিরছি কিনা সে কথা আমি সত্যিই জানি না। তাই বলতে পারছি না। হ্যাঁ, ধারাবাহিকে অভিনয় করতে আমি আগ্রহী।