এমন অনেক অভিনেতা রয়েছেন যারা তাদের অভিনয় জীবনের পিছনে অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াইটা প্রতিদিন অনুভব করেন। তাদের মধ্যেই একজন হলেন অভিনেতা সত্যম মজুমদার।
এই মুহুর্তে সকলে তাকে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সাধু বাটোয়াল বলেই চেনেন। এছাড়াও ‘কেয়া পাতার নৌকা’, ‘জল নূপুর’,‘বামাক্ষ্যাপা’,‘মিঠাই’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় চোখে পড়ার মতো। বড়পর্দা, ওয়েব সিরিজ কিংবা মঞ্চেও অভিনেতার নিখুঁত অভিনয় দর্শকদের নজর কেড়েছে বহুবার।
প্রতিষ্ঠিত অভিনয় জীবন সত্ত্বেও আজকের দিনে কাজের অনিশ্চয়তা রীতিমত চিন্তায় ফেলেছে সত্যম মজুমদার কে। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের ছবি পোস্ট করে সত্যম লেখেন, “এক এক সময় ভাবি এইভাবে কাজ চেয়ে নিজের গুরুত্ব কমাবো না কিন্তু বেঁচে থাকার তাগিদে নিরুপায় হয়ে ,এই অনিশ্চিত কর্মজীবনে সেই দাম্ভিকতা ধরে রাখতে পারি না, ঝুলি ফেলে বসি হাউস কিংবা চ্যানেলের কিংবা প্রোগ্রামারদের কাছে।”
আজকের দিনে সমস্ত শিল্পীর মনের কথাই যেন তুলে ধরলেন অভিনেতা। যারা প্রতিদিন কাজের খোঁজে নিজের আত্মমর্যাদার সঙ্গে আপোষ করতে দু’বার ভাবে না। নিজের ছবির উপর লেখায় ছোট্ট আকুতি জানিয়ে অভিনেতা লেখেন, “আমি আরও ভালো চরিত্রে অভিনয় করতে চাই, শুধু একটু সুযোগ দিন!”