ফেসবুক পোস্টেই মিলল কাজের খবর! দুঃসময় কাটিয়ে নতুন আশার আলো দেখলেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত সত্যম মজুমদার

সত্যম মজুমদার

অভিনয় জগতের সাথে যুক্ত শিল্পীরা প্রায়শই কাজের অনিশ্চয়তা নিয়ে নিজেদের মন্তব্য জানান। যারা অভিনয়টাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তাদের কাজ না থাকায় চরম অর্থাভাবের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। লাইট-ক্যামেরা-অ্যাকশনের পিছনে শিল্পীদের কঠিন লড়াইয়ের গল্প অনেকেরই অজানা থেকে যায়।

সম্প্রতি জগদ্ধাত্রীর দাপুটে পুলিশ অফিসার সাধু বাটোয়াল এর গল্পও কিছুটা তেমনই। সম্প্রতি হাতে কাজ না থাকায় ফেসবুক পোস্টের মাধ্যেমে অনুরোধ জানিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের জন্য।

তবে সম্প্রতি আরও একটি ভিডিও পোস্ট করে অভিনেতা। আর সেখানেই তিনি জানান, ‘ফেসবুকে পোস্টটি দেওয়ার পর একটি নতুন প্রযোজনা সংস্থার তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমি ওদের অফিসে গিয়েছিলাম। প্রাথমিক কথাবার্তা হয়েছে।

এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। একটা শর্ট ফিল্মে কাজের জন্য আমার সঙ্গে কথা হয়েছে। ওই প্রযোজনা সংস্থা ওটিটি প্ল্যাটফর্মও লঞ্চ করার পরিকল্পনা করছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমি নতুন আশায় বুক বেঁধেছি। সফল হলে সুখবর নিজেই জানাব।’

অভিনেতার মন কিছুটা স্থিতি পেলেও অভিনেতার আক্ষেপ তার ফেসবুক পোস্ট দেখে টলিপাড়া থেকে কোনও সাড়া মেলেনি। তবে স্নেহাশিষ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পরিনীতার একটি স্পেশাল এপিসোডের জন্য আমাকে স্নেহাশিষ দা ডেকেছিলেন। কিন্তু, সেটা সম্ভব হয়নি।

কারণ ওখানে একটা দৃশ্য ছিল জগদ্ধাত্রী হাতেনাতে ডাকাত ধরেছে। আর সেই ডাকাতের চরিত্রের জন্যই আমাকে বলেছিল। কিন্তু, আমি যেহেতু জগদ্ধাত্রীতে পুলিশ অফিসার হয়েছিলাম তাই আমাকেই ডাকাত বানালে সেটা দর্শক ভালভাবে নাও নিতে পারে। সেই জন্যই শেষ পর্যন্ত কাজটা আর করা হয়নি।’