দাম্পত্য জীবনের ২৫ বছর পার, ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা পর্দার সতীনাথ ওরফে শ্যামাশিষ পাহাড়ির

শ্যামাশিষ পাহাড়ি

অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি, এই মুহূর্তে অভিনয় করছেন জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। নায়িকা অপুর বাবার সতীনাথ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। তার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহল।

পর্দায় সুমি আর সতু’র রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শক। তবে পর্দায় সুমি হলেও বাস্তবে পর্দায় তার অর্ধাঙ্গিনী অন্য কেউ। তাদের সুখী দাম্পত্যের ২৫ টি বসন্ত পার হল। নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের কিছু ছবি শেয়ার করে অভিনেতা শুভেচ্ছা জানান।

শ্যামাশিষ পাহাড়ি ফেসবুকে লেখেন, “জীবন রঙ্গমঞ্চে সহ-অভিনেত্রী -র সঙ্গে কাটলো ২৫ বছর।”