‘বব বিশ্বাস’ এবার ‘নেতাজি’! হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় এবার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে ছবির ফাস্ট লুক। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘স্বস্তিক সংকেত’ ছবিতে নেতাজির ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়।
ছবির ফাস্ট লুক দেখেই চমকে যায় সকলে। আর তা নিয়ে বেশ টেনশনে ছিলেন অভিনেতা। ছবির ফাস্ট লুক দেখে মনে হছে থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। ‘স্বস্তিক সংকেত’ ছবিতে উঠে আসবে অতীতের কিছু কাহিনীও। ছবিতে যেমন হিটলারের মতো ঐতিহাসিক চরিত্রে থাকছে, তেমন থাকছে বাংলার গর্বের নেতাজিও।
শাশ্বত চট্টোপাধ্যায় জানান, ‘অনুসন্ধান’ ছবির শুটিং করতে গিয়ে ‘স্বস্তিক সংকেত’ এর প্রস্তাব পাই। ‘অনুসন্ধান’-এর সঙ্গেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং হচ্ছিল। তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় আমাকে”।
“এই চরিত্রটি নিয়ে টেনশনে ছিলাম। এমন একজন বাঙালি যাঁকে গোটা ভারতবর্ষের মানুষ সালুট করেন। আমাদের পক্ষে হয়তো সবসময় নেতাজি হয়ে ওঠা সম্ভব হয় না। অভিনয় দিয়ে, অ্যাটিটিউড দিয়ে যতটুকু করা যায়, ততটাই চেষ্টা করেছি। নেতাজির পুরনো ভিডিও দেখেছি আর সেখান থেকে চলন, দাঁড়ানোর ভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছি”।
এর আগে আমরা ‘গুমনামি’ ছবিতে নেতাজির চরিত্রে পেয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে এবার দর্শক দেখবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের জানুয়ারি মাসে।
সূত্রঃ sangbadpratidin . in/entertainment/cinema/saswata-chatterjee-opens-up-about-playing-netaji-subhas-chandra-bose-in-swastik-sanket/