বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় । শুধু টলিউড নয় বলিউডেও নিজের অভিনয় দিয়ে বাংলা প্রতিভাকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৭ সালে ‘নয়নতারা’ ছবির মাধ্যমে প্রথম সিনেমা জগতে প্রবেশ করেন শাশ্বত চট্টোপাধ্যায় । তারপর থেকে চরিত্রাভিনেতা দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। যেকোনো ভূমিকায় তিনি উজ্জ্বল।
‘বাক্স রহস্য’তে তোপসে চরিত্রে জনপ্রিয় হন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় মানেই ছবি হিট। তিনি যেই ছবিতে থাকে সেই সিনেমা এক অন্য মাত্রা এনে দেন। বছরের পর বছর ধরে একাধিক ছবি উপহার দিয়ে গেছেন। তার অভিনয় বরাবরই মানুষের মনে ছাপ ফেলে যায়। বড় পর্দা হোক অথবা ‘এক আকাশের নীচে’ ধারাবাহিক হোক সবতেই মাইলফলকও বটে।
অরণ্যে, দোসর, ব্যোমকেশ বক্সী, গোসাঁই বাগানের ভূত, ভূতের ভবিষ্যৎ, রাজকাহিনি, গয়নার বাক্স, এবার শবর, ঈগলের চোখের মতো সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ২০১৩ সালে ‘মেঘে ঢাকা তারা’ তার ক্যারিয়ারের সেরা ছবি। ছবিতে তার অভিনয় সবকিছু ছাপিয়ে গিয়েছিল।
তার অভিনয় শুধু বাংলা দর্শক কাছে থমকে থাকেনি, হিন্দি সিনেমা ‘কাহিনী’তে ভিলেন চরিত্রে (বব বিশ্বাস) অভিনয় করে গোটা ভারতের কাছে পৌঁছে গিয়েছিল। বব বিশ্বাস চরিত্র কাহানির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে।
‘কাহিনী’ সিনেমায় বব বিশ্বাস চরিত্র তার অভিনয় হিন্দি সিনেমায় পাকাপাকি জায়গা করে দিয়েছে। অনুরাগ বসু পরিচালিত জগ্গা জাসুস সিনেমায় এক শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। বলিউডে বাংলা মান ধরে রেখেছে এই মানুষটি। তিনি শুধু একজন অভিনেতা নয় আমাদের বাঙালির কাছে গর্বের মানুষ।