ফের আবার নিজের প্রথম স্থান ফিরে পেয়েছে ‘মিঠাই’। এই নিয়ে ৪৯ সপ্তাহ ধরে বাংলার টপার এই ধারাবাহিক। এপার বাংলা থেকে ওপার বাংলার অধিকাংশ দর্শকের মুখে ‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’। পর্দায় মিঠাই না দেখলে অনুরাগীদের ঘুম আসে না।
টানা দেড় বছর ধরে দর্শকের অগাধ প্রশংসা পেয়ে এসেছে জি-বাংলার এই ধারাবাহিকটি। এমনকি পুরনো হয়ে গেলেও ধারাবাহিক এখনও দেখেছন একনিষ্ঠ দর্শকেরা। ফের আরও একবার দর্শকের কাছে প্রশংসা পেলেন মিঠাই ধারাবাহিক।
এই ধারাবাহিকে সাম্প্রতিকতম পর্বে একটু অন্যরকম ছোঁয়া পেয়েছে ভক্তরা। সব ধারাবাহিকে জামাইষষ্ঠী পর্ব নিয়ে মাতামাতি থাকলেও মিঠাই একটু আলাদা। জামাইষষ্ঠী নয় বরং শাশুড়ি ষষ্ঠীর পালন হতে দেখা যাচ্ছে। বৌমা ষষ্ঠী অনেকেই পালন করে কিন্তু শাশুড়ি ষষ্ঠী এই প্রথম।
বলাই বাহুল্য, মিঠাই ধারাবাহিকে অন্য কিছু দেখানো হলে সেটা ভাইরাল হয়ে যায়। যেমন ধরুন ‘উচ্ছেবাবু মিষ্টি’। হয়তো পরের বছর শাশুড়ি ষষ্ঠী পালিত হতে দেখতে পাব আমরা। মিঠাই অনুরাগীদের দাবি, ‘এই প্রথম কোনও ধারাবাহিক শাশুড়ি ষষ্ঠী পালন হল। হয়তো আগামীদিনে মিঠাইয়ের হাত ধরে বদল আসতে পারে”।