প্রথম সপ্তাহতেই বাজিমাত করল ‘সর্বজয়া’। প্রবীণ অভিনেত্রী দেবশ্রী রায় অভিনীত এই ধারাবাহিক প্রথম সপ্তাহতেই টিআরপি তালিকায় বেশ ভালো স্কোর করেছে। টিআরপি চার্টে তৃতীয় স্থান অর্জন করেছে ‘ সর্বজয়া ‘।
বাকি ধারাবাহিকগুলির সাথে ভালো প্রতিযোগিতা দিচ্ছে দেবশ্রী রায়। টিআরপির চার্টে প্রথম স্থানে রয়েছে ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’ এবং ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ‘সর্বজয়া’।
দীর্ঘদিন বিরতির পর অভিনয়ে জগতে ফিরে এসেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায়। তার ফিরে আসার খবর দর্শকদের মধ্যে বেশ শোরগোল সৃষ্টি করলেও, সর্বজয়ের প্রোমো প্রচারিত হওয়ার পরপরই নেটিজেনদের একটি অংশ বয়স নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করেন।
ভাস্বর চ্যাটার্জি, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সহ অনেক অভিনেতা অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এসেছিলেন। দেবশ্রী রায় অবশ্য নীরবতা বজায় রেখেছিলেন। তিনি তার পারফরম্যান্সে সব উত্তর দিচ্ছেন।