ভয়ংকর বিপদে সারেগামাপার রানার আপ ময়ূরী দারানি, ফেসবুক লাইভে এসে জানালেন গায়িকা

ময়ূরী দারানি

যারা বাংলা সারেগামাপা দেখেছেন তারা নিশ্চয়ই রানার আপ ময়ূরী দারানিকে চেনেন? সারেগামাপা থেকে দ্বিতীয় হয়ে ফিরেছেন ময়ূরী দারানি। সারেগামাপার পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। নিজের একটি ব্যান্ড তৈরি করে ফেলেছেন।

তবে আচমকাই বিপদে পড়লেন ময়ূরী। প্রতারকদের খপ্পরে পড়ে চিন্তিত সে। ফেসবুক লাইভে এসে শেয়ার করেন সেই কথা। ফেসবুকে লাইভ এসে ময়ূরী জানায়, ‘তাঁর ফেসবুকের পেজ হ্যাক করা হয়েছে। উধাও হয়েছে একাধিক ছবি, ভিডিয়ো।

লাইভে এসে ময়ূরী জানান, তিনি আন্দাজ করতে পারছে কে  এই কাজ করেছেন। ময়ূরী  জানান, ‘বাধ্য হয়েছি লাইভে আসতে। একটা সমস্যা হয়েছে, আমি চাই না যে এই এক সমস্যায় অন্য কেউ পড়ুক। তাই বলা। আমার একটা প্রোফাইলে আছে, একটা পেজ আছে। প্রোফাইলের নাম ময়ূরী দারানি, পেজের নাম ময়ূরীস মন্ত্রস। প্রোফাইল পেজের সঙ্গে লিঙ্ক করা আছে। আমি দুটো থেকেই শেয়ার করি। জানি না কীভাবে আমার পেজের অ্যাকসেস অন্য কারও কাছে গেছে বা যাচ্ছে। আমার পোস্ট করা বেশ কিছু ফটো, ভিডিয়ো নেই। কোথাও আমি দেখতে পাচ্ছি না। ডিলিটেড হওয়া ভিডিয়োর তালিকা বা কোথাও নেই। নিজের প্রোফাইলের রিচ বাড়াতে কষ্ট করতে হয় সবাই জানো। ফলে পাগলের মতো এই কাজ করব না। কে এটা করেছে আমি জানি না। জানলেও, আন্দাজ করলেও বলা যাবে না। ভীষণ পরিমাণে আপসেট ছিলাম এটার পর। রিপোর্ট আমি করব। কিন্তু আমি জানি না প্রোফাইল হ্যাক হয়েছে কিনা। কিন্তু হ্যাক হলে কিছুই থাকত না। এটা প্ল্যান করে করা হয়েছে।’


সূত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/saregamapa-fame-mayuri-daranis-profile-got-hacked-31743141030314.html