গায়িকার মুকুটে জুড়ল ফের নতুন পালক, নতুন সুখবর দিলেন সারেগামাপা খ্যাত আরাত্রিকা

আরাত্রিকা সিনহা

বিজয়ী ট্রফি না জিতলেও তিনি জিতেছিলেন দর্শকের মন। হ্যাঁ, এখানে সারেগামাপা খ্যাত গায়িকা আরাত্রিকা সিনহা। এই শোয়ের হাত ধরেই  নিজের সুরেলা কণ্ঠে মানুষের মন জিতেছিলেন। বিজয়ী না হলেও কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন।

সারেগামাপা শেষ হওয়ার পর থেকে ব্যস্ততায় দিন কাটছে আরাত্রিকার। একাধিক শোয়ে গান গাওয়া থেকে শুরু করে বাংলা সিনেমায় প্লে ব্যাক সবমিলিয়ে চূড়ান্ত ব্যস্ত আরাত্রিকা। ইতিমধ্যে দুটি সিনেমায় গান গেয়ে ফেলেছেন গায়িকা।

ফের আবারও সুখবর জানালেন তিনি। ফেসবুকের গান রেকর্ডিংয়ের ছবি শেয়ার করে আরাত্রিকা লিখলেন, “আসছে পরিচালক শ্রী কৌশিক সেনগুপ্তের পরবর্তী ছবি ‘ নৈবেদ্য ‘ l সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় শ্রী কল্যাণ সেন বরাট l তারই একটি গান গাইছি আমি ও শ্রী রূপঙ্কর বাগচী স্যার l গানটির কথা ও সুর আশা করি সকলের মন ছুঁয়ে যাবে l” হ্যাঁ, ‘ নৈবেদ্য ‘ ছবিতে এবার রূপঙ্কর বাগচির সঙ্গে ডুয়েট গান গাইতে চলেছে আরাত্রিকা। গায়িকার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।