অনেক সেলিব্রেটিরা রয়েছেন যারা নিজেদের কর্মজীবনের জন্য সময় দিতে পারেন না পরিবারকে। আবার অনেকেই রয়েছেন জনপ্রিয়তা পাওয়ার পর পরিবার থেকে দূরে। তবে এসব থেকে একেবারেই ব্যতিক্রম ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য।
অঙ্কিতা বর্তমানে ভীষণ ব্যস্ততম গায়িকা। একের পর এক প্লে ব্যাক থেকে শুরু করে গানের শো সবমিলিয়ে চূড়ান্ত ব্যস্ত। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও অঙ্কিতা নিজের মাটি আঁকড়ে থাকতেই পছন্দ করেন। আর তাই তো শহরে নয়, বরং বাবা-মায়ের জন্য গ্রামেই রাজপ্রাসাদের মতন বাড়ি বানিয়েছেন।
একজন আদর্শ মেয়ে হিসাবে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করেন অঙ্কিতা। শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেননা।
কিছুদিন আগে বাবা-মায়ের ২৪ তম বিবাহবার্ষিকী পালন করলেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য। কলকাতার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে পরিবারের কাছের কিছু মানুষদের সঙ্গে নিয়ে বাবা-মার বিবাহবার্ষিকী পালন করলেন। মেয়ের এই সারপ্রাইজে খুশি অঙ্কিতার বাবা-মাও।
এদিন (১০ই মে) সমস্ত ছবি নিজের ফেসবুকের ওয়ালে ভাগ করে লেখেন, ‘শুভ ২৪ তম বিবাহবার্ষিকী বাবা-মা। এরম ভাবেই হাসতে থাকো, আনন্দে থাকো।’