‘হে নূতন দেখা দিক’ রবীন্দ্র সঙ্গীত গাইল ‘সারেগামাপা’ জয়ী অতনু মিশ্র, মুগ্ধ নেটিজেন

অতনু মিশ্র

জি-বাংলার চলতি সিজেন সারেগামাপা-র পর থেকে চর্চায় রয়েছে কাঁথির অতনু মিশ্র। দেয়াশিনী রায়ের সঙ্গে যুগ্নভাবে জয়ী হয়েছে সে। মাত্র ১২ বছর বয়সেই নিজের কণ্ঠে নেটিজেনদের মুগ্ধ করেছেন।

সারেগামাপা শেষ হলেও ফেসবুকে অতনু তার প্রোফাইলে নিজেদের দুষ্টুমির ভিডিও দেখে আপলোড করে থাকে। মাঝেমধ্যে গানের ভিডিও পোস্ট করে।

আজ রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের ছবি সামনে রেখে গান গাইলেন অতনু। ‘হে নূতন দেখা দিক’ রবীন্দ্র সঙ্গীতটি অসাধারণ গাইলেন এই ছোট বয়সে। তার গান শুনে প্রশংসা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

এক নেটিজেন লিখলেন, ‘হে নূতন দেখাদিক আর বার – সংগীতটি এত সুন্দর গেয়েছ শুনে আমি বিমুগ্ধ হলাম।’