আজ ২৫ নভেম্বর, মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় গায়িকা তথা জি বাংলা সারেগামাপা-র বিচারক অন্তরা মিত্র। পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ের পর্ব সারছেন গায়িকা। তবে গায়িকার পাত্রটি কে? কার গলায় মালা দেবেন অন্তরা?
কলকাতার বাইপাস সংলগ্ন রাজকুটীরে বসেছে অন্তরার বিয়ের আসর। সোমবার নিয়ম মেনেই পালন করা হয় আর্শীবাদ পর্ব এবং আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আর্শীবাদ থেকে আইবুড়ো ভাত কিংবা বিয়ের সকালে অধিবাসের সাজ- সবেতেই ছিমছাম সাবেকি সাজে পাওয়া গেল অন্তরাকে। সঙ্গে ছিল ভরপুর বাঙালিয়ানা।
অন্তরার হবু বরের নাম শৌর্য। গানের জগতের সঙ্গে কোনও যোগ নেই তার। আইটি জগতের সঙ্গে যুক্ত তিনি। কাজের সূত্রে থাকেন বেঙ্গালুরুতে। বিগত বেশি কয়েক মাস ধরে শৌর্যর সঙ্গে প্রেম পর্ব চলার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অন্তরা।
বিয়ের সকালেই মাথায় শোলার মুকুট, গায়ে সোনার গয়না, হাতে শাঁখা-পলা, লাল পাড় সাদা শাড়িতে ধরা দিলেন অন্তরা। জানা গিয়েছে, বিয়ের পরেই দুজনে মধুচন্দ্রিমা সারতে যাবেন। তাই আপাতত জি বাংলার পর্দায় অন্তরাকে দেখতে পাওয়া যাবে না বেশ কিছুদিন। বিয়ে, রিসেপশন এবং মধুচন্দ্রিমা সেড়ে আবার তিনি ফিরে আসবেন সারেগামাপা-এর মঞ্চে।

