সাফল্যের শীর্ষে পৌঁছেও কীভাবে নিজের মাটি আঁকড়ে থাকতে হয় তা নতুন জেনারেশনকে শেখাচ্ছেন সারেগামাপা জয়ী অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জিতে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ আপামর বাঙালি।
গোবরডাঙার মেয়ে অঙ্কিতা। রথীজিৎ ভট্টাচার্যের কাছে তালিম নিয়েছেন। গানের পাশাপাশি পড়াশুনো সমান তালে চালিয়ে যাচ্ছেন। মাত্র ২২ বছর বয়সেই পেয়েছেন প্লে বাটান। তবে এবার নিজের ও মায়ের স্বপ্নপূরণ করলেন গায়িকা।
নিজের গ্রামেই ঝা চকচকে তিনতলা বাড়ি বানালেন। গৃহপ্রবেশের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নিজের ফেসবুক পেজে। মার্বেল বসানো বাড়ি, মায়ের জন্য ওপেন কিচেন অঙ্কিতার নতুন বাড়ি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ভক্তদের।
এদিন গৃহপ্রবেশের পাশাপাশি নিজের প্রাণের প্রিয় ভাইয়ের জন্মদিন পালন করলেন গায়িকা। এত কম বয়সে গায়িকার সাফল্যে খুশি তার ভক্তরা।