সারেগামাপা বিজয়ী না হলেও বিরাট সুযোগ এল আরাত্রিকার ঝুলিতে

আরাত্রিকা সিনহা

জি-বাংলার সারেগামাপার ট্রফি একটু জন্য হাতছাড়া হয়েছে আরাত্রিকা সিনহা। ট্রফি না জিতলেও জিতেছেন কালিকাপ্রসাদ সম্মান এবং অসংখ্য মানুষের মন। সকলেই ভেবেছিলেন আরাত্রিকা জয়ী হবে, তবে নেটিজেনদের সব আশায় জল ঢেলে দেন বিচারকরা।

তবে সারেগামাপা জয়ী না হলেও এবার বড় সুযোগ এলো আরাত্রিকার থলেতে। সারেগামাপার পর প্রথম বাংলা সিনেমায় প্লে ব্যাকের সুযোগ পেলেন আরাত্রিকা।

ইতিমধ্যে নিজের প্রথম প্লে ব্যাক সেরেছেন গায়িকা। ভালোবাসা ডট কম সিনেমার ‘জীবন যখন শুকায়ে যায়’ গানটি গেয়েছেন আরাত্রিকা। ছবিতে রয়েছেন দীপঙ্কর দে ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা। অর্থাৎ অনেক আগেই হয়ে গিয়েছিল ছবির শুটিং। এই সিনেমায় কুমার শানুও গেয়েছেন।