বিয়ে সারলেন হিন্দি সারেগামাপা-র প্রথম রানার্স আপ শুভশ্রী দেবনাথ। সেই মঞ্চেই সকলের সামনে আংটি বদল সেরেছিলেন। অবশেষে মনের মানুষের সাথে বিয়ের পিঁড়িতে বসলেন শুভশ্রী।
২০শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন তারা। নব-দম্পতিকে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা। শুভশ্রীর মনের মানুষের নাম শুভজিৎ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তারা প্রেম করছেন। বিয়ের দিন লাল বেনারসি বাঙালি সাজেই ধরা দিলেন কনে।
শোনা যায়, একই ব্যাচে টিউশন পড়তে পড়তে প্রেম হয় তাদের। শুভজিৎ মুখোপাধ্যায় ইন্ডিগো বিমান সংস্থার একজন কর্মরত। ফ্লাইট ডিসপ্যাচারের কাজ করেন। কর্মসূত্রে আপাতত দিল্লির বাসিন্দা তিনি।