বাবার পর বাংলার মুখ উজ্জ্বল করল সারা, অনামিকা খান্নার পোশাক পরে র‍্যাম্পে হাঁটলেন যিশু কন্যা, গর্বিত মা নীলাঞ্জনা

সারা

একের পর এক চমক দেখাচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত। এর আগে আন্তর্জাতিক স্তরে র‍্যাম্পে হেঁটে বিদেশের মাটিতে নজর কেড়েছিল। বাবা-মায়ের বিচ্ছেদের মাঝে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বাসা বেঁধেছেন।

অভিনেতা যিশু সেনগুপ্ত বাংলার গর্ব। বাবার মতোই জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করছে সারা। এবার ল্যাকমে ফ্যাশন উইকে পোশাকশিল্পী অনামিকা খান্নার পোশাক পরে র‍্যাম্পে হেঁটে তাক লাগালেন নীলাঞ্জনার কন্যা।

সারা
Courtesy: anchal seth

ক্যালকাটা টাইমসের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে ধূসর রঙে নানা অ্যাক্সেসরিজে সেজে সকলের মধ্যমণি হয়ে উঠলেন সারা। সেই ছবির নীচে শুভেচ্ছা ভরিয়ে দেন মা নীলাঞ্জনা। মেয়ের কৃতিত্বে বিরাট খুশি সারার মা।