জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন যিশু ও নীলঞ্জনা কন্যা সারা সেনগুপ্ত। বাবাকে পাশে না পেলেও মা ও বোনকে নিয়ে নিজের জগত সুন্দর করে সাজিয়ে নিয়েছেন সারা। সম্প্রতি কাজের সূত্রে মুম্বই শহরে থাকতে শুরু করেছেন সারা।
ইতিমধ্যেই আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছেন যিশু কন্যা। তবে নতুন শহরে প্রিয়জনদের ছেড়ে দূরে থেকে আবেগপ্রবণ সারা। সম্প্রতি সমাজমাধ্যমে সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন সারা।
মুম্বই শহরে মাসি চন্দনা থাকলেও মা ও বোনকে ভীষণ মিস করেন সারা। নতুন শহরে অচেনা মানুষজনের সঙ্গে মানিয়ে নেওয়া সবটা নিয়ে ভয় আঁকড়ে ধরলেও নিজেকে শক্ত রেখেছেন সারা।
সারার কথায়, ‘আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে কখনও কথা বলি না, তবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর অভিজ্ঞতা হয়তো ভাগ করে নেওয়া উচিত। দিন শেষে সকলে নিজের বাড়ির কাছে ফিরতে ইচ্ছা করে। নতুন শহরে আমি তা করতে পারছিনা, যদিও আমি আমার কাজ যথেষ্ট উপভোগ করছি। সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মাঝে মাঝে যা অত্যন্ত কষ্টের।’
কাজের সূত্রে নতুন জীবনকেই আপন করে নিয়েছে সে। এই প্রসঙ্গে ভিডিওবার্তায় সারা বলেন, “আমার মত যারাই এইভাবে কাছের মানুষদের থেকে দূরে রয়েছেন, তারা যেন ভয় না পান, জীবন সকলকে সুযোগ দেয়, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমাদের করা উচিত।”