অষ্টমী ধারাবাহিকের পর ফের আরও এক বার ছোটপর্দায় অভিনেতা সপ্তর্ষি মৌলিক। স্টার জলসার একটি নতুন ধারাবাহিকে পা রাখলেন অভিনেতা।
শ্রীময়ী ডিঙ্কা চরিত্রে হাত ধরে প্রথম ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর ‘এক্কাদোক্কা’ পোখরাজ হয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন। তবে অষ্টমী ধারাবাহিকে সেইভাবে পর্দায় ডানা মেলতে পারেননি।
তাই আবারও নতুন রুপে নতুন ভাবে ফিরে এলেন দর্শক মন জয় করতে। এবার থেকে তাকে দেখা যাবে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। ‘আকাশ’ চরিত্রে গল্পে এন্ট্রি হচ্ছে তার।
আদৃতের নতুন বিজনেজ পার্টনার হিসাবে গল্পে এন্ট্রি নিচ্ছেন। শুভলক্ষ্মীর বিপরীতে তাকে দেখতে পারবেন দর্শক। প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা যায়, অফিসে ঢোকারর সময় ভলক্ষ্মীর সঙ্গে ধাক্কা হয় তার। শুভলক্ষ্মীর হাত থেকে পড়ে যায় ফুলের তোড়া। ঠিক তখনি আকাশের ফোনে একটি কল আসে। মোহনা ফোন করে তাকে জানায় নিউ ইয়র্কের টিকিট কাটা হয়ে গিয়েছে। ফোনে কথা বলার সময় আদৃতের গলা শোনা যায়। পাশ থেকে আদৃতের গলা শুনতে পেয়ে চমকে ওঠে শুভলক্ষ্মী। আকাশকে সে প্রশ্ন করে এটা কার গলা? প্লিজ বলুন। শুভলক্ষ্মী কি জানতে পারবে আদৃত কোথায়?