সারেগামাপা থেকে বাদ পড়ল দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে সপ্তপর্ণী, বিচারক অন্তরার মন্তব্যে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

সারেগামাপা

গত শনিবারের সারেগামাপা-র এপিসোডে ঘিরে তুমুল বিতর্কের ঝড়। এইদিনের এপিসোডেই সারেগামাপা-র মঞ্চ থেকে বিদায় নেয় দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে সপ্তপর্ণী। এদিন বিশাল-শেখরের কম্পোজ করা রোম্যান্টিক গান ‘খুদা জানে’ গানটি গেয়েছিলেন সপ্তপর্ণী। মাত্র ২২ নম্বর পেয়ে মঞ্চ ছেড়ে বিদায় নিতে হল তাকে।

সপ্তপর্ণীর পারফরম্যান্স নিয়ে বিচারকরা সকলেই সমালোচনা করেন। তার মধ্যে বিচারকের আসনে থাকা অন্তরা মিত্রর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সমাবেশ। গানের শেষে নিজ ভঙ্গিতে সপ্তপর্ণীকে দু-লাইন গান গাইতে বলেন বিচারক।

এরপর ‘হামকো ক্যায়া লেনা’ গানটি গেয়ে শোনায় সপ্তপর্ণী, তারপর নিজেই একটু ন্যাকা সুরে গানটি গান অন্তরা মিত্র। এরপরই গানের পরিপ্রেক্ষিতে অন্তরা মিত্র বলেন, এটা একটা প্রেমের গান এখানে অকারণ ভাইব্রেটো আনার দরকার ছিল না। অন্যদিকে সপ্তপর্ণী যে সুর-তালে গেয়েছেন, সে কথা আগেই জানান জাভেদ আলি।

তবে অন্তরা মিত্রর এমন মন্তব্যে বিশেষ পছন্দ হয়নি নেটিজেনদের এক অংশের। অন্তরা মিত্রর কমেন্টে রীতিমত ক্ষোভ প্রকাশ করে একজন নেটিজেন লেখেন, সপ্তপর্ণী অতটাও খারাপ করে গায়নি যততা না উনি গেয়ে শোনালেন। অন্য আরেকজন নেটিজেন লেখেন, বিচারক কে আগে নিজে বাংলা গান শুদ্ধভাবে নির্ভুল গাওয়ার জন্য অনুরোধ রইলো৷ পরে না হয় বিচার করবেন।

বিদায় বেলায় চোখে জল সপ্তপর্ণীর।  সারেগামাপা-র এই সফর তার হৃদয়ে গাঁথা থাকবে এমনটাই জানান সপ্তপর্ণী।