‘এ বার মনে হচ্ছে ‘বেঙ্গল টপার’ও হয়ে যাব…’, নতুন নায়িকা আসতেই মুখ খুললেন সন্তু ওরফে অভিনেতা তন্ময় মজুমদার

অভিনেতা তন্ময় মজুমদার

নায়ক-নায়িকার বিতর্কে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ ছিল অন্ধকারে। সব বাঁধা পেরিয়ে এবার নতুন করে এই মেগার পথ চলা শুরু হয়েছে। শুধু পরিবর্তন হয়েছে নায়িকার। দিতিপ্রিয়ার জায়গায় ‘অপর্ণা’ চরিত্রে শিরিন পাল। জনপ্রিয়তা একটুও ভাটা পরেনি বরং বেড়েছেই বলা যায়।

প্রথমদিনের নবাগতা শিরিনের অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকের। শুধু জিতু-দিতিপ্রিয়া জুটির চর্চা বদল ঘটে এখন হচ্ছে জিতু-শিরিনের চর্চা। নতুন নায়িকা আগমনে টিআরপি রেটিং কমেনি। খুশি টিমের সদস্যরাও। যদিও জিতু-শিরিনের রসায়নের পরীক্ষার রেজাল্ট আউট হবে আগামী বৃহস্পতিবার। সেই নিয়ে ভীষণ আশাবাদী ‘তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনেতা তন্ময় মজুমদার। যিনি সন্তু চরিত্রে অভিনয় করছেন।

এতদিন পর অপর্ণা, রুম্পা আর সন্তুকে স্ক্রিনে দেখা যাচ্ছে। আগাগোড়াই তারা স্ক্রিনে এলে হাসি ফুটে ওঠে দর্শকের মুখে। এবার নতুন নায়িকা আসার পর প্রথম মুখ খুললেন সন্তু।

আনন্দবাজার অনলাইনকে অভিনেতা তন্ময় জানান,  “সেটে এখন আলাদাই উদ্দীপনা। সবাই মনের আনন্দে শুটিং করছে। টিআরপি তালিকায় বরাবরই প্রথম পাঁচে ছিলাম আমরা। এ বার মনে হচ্ছে ‘বেঙ্গল টপার’ও হয়ে যাব।”