‘ভাগ্যিস তুই স্টারকিড না’, নাম না নিয়ে অভিষেক কন্যা সাইনাকে খোঁচা সঞ্জয় বসু’র?

সাইনা চ্যাটার্জী

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২৫। প্রতিবারের মত এবারেও দর্শকের মন ছুঁয়ে যাওয়া অভিনেতা অভিনেত্রীরা পেল তাদের যোগ্য সন্মান।

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সুর্য-দীপার দুই মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা ‘অভিষেক চ্যাটার্জী’ কন্যা সাইনা চ্যাটার্জী ওরফে রুপা। অন্যদিকে সোনা’র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা ‘সঞ্জয় বাসু’র ছোট কন্যা দেবপ্রিয়া বসু।

জলসা পরিবার অ্যাওয়ার্ডসে সোনা অর্থাৎ দেবপ্রিয়া ‘প্রিয় ভালোবাসার সদস্য’র সন্মান পেলেও রুপা অর্থাৎ অভিষেক কন্যা সাইনা পেয়েছেন ‘ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড’। সম্প্রতি দুজনেই সমাজমাধ্যমে পুরষ্কার প্রাপ্তির সেই ছবি ভাগ করে নিয়েছেন। আগামী দিনে আরও ভালো কাজের জন্য তাদের শুভেচ্ছা ও ভালোবাসাও জানায় নেটপাড়ার সকলে।

তবে দেবপ্রিয়ার ছবি তার বাবা সঞ্জয় বসু নিজের ফেসবুক প্রোফাইলে রিশেয়ার করে লেখেন “ভাগ্যিস তুই স্টারকিড না!!!” পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও অভিষেক কন্যার দিকেই যে তীর ছুঁড়েছেন তা অনেকের কাছেই স্পষ্ট।