“প্রচন্ড নেশা করত, গায়ে হাত তুলত… ৯ বছর এই বিষাক্ত সম্পর্কটায়”, প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন সঙ্ঘশ্রী

সঙ্ঘশ্রী সিনহা মিত্র

টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র। বাংলা সিরিয়াল কিংবা সিনেমা সবেতেই অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসনীয়। অভিনেত্রী বরাবরই হাসিখুশি, খোলা মনের মানুষ। কিন্তু একটা সময় এই হাসিখুশি থাকা মেয়েটার জীবনেও অন্ধকার নেমে এসেছিল।

দীর্ঘ কয়েক বছরে নিজের অভিনয়ের ক্যারিয়ার অভিনেত্রী যতটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন আর তাতে সফলও হয়েছেন। অতীতে সঙ্ঘশ্রীর ব্যক্তিগত জীবন ততটাই নরক হয়ে উঠেছিল। অতীতে দীর্ঘ ৯ বছর প্রাক্তন প্রেমিকের অত্যাচার সহ্য করেও হাল ছাড়েননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্ঘশ্রী জানালেন, ‘আমার প্রাক্তন আমার গায়ে হাত তুলত, যেখানে সেখানে থাপ্পর মারতো, সারাদিন নেশা করে থাকতো। প্রথমে আমি এই বিষয়গুলো মানিয়ে নিয়েছিলাম কিন্তু পরে বুঝেছি যে আমাকে একদিন অপদস্থ করছে, যে আমাকে রোজ অপদস্থ করবে। যে একদিন গায়ে হাত তুলছে সে রোজ হাত তুলবে। আমরা ভাবি ভুল করে করে ফেলেছে, কিন্তু সেটা ভুল করে হয় না। ওটা স্বভাব। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমার ভুল। আমি ৯ বছর এই বিষাক্ত সম্পর্কটায় ছিলাম। এরপর অনেক কষ্টে সেটা থেকে বার হয়েছি’।

শুধু ব্যক্তিগত জীবনেই নয়, অভিনয়ে জগতে আসার পরেও মোটা চেহারা নিয়ে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তাকে। অনেক খারাপ মন্তব্যের সন্মুখিন হতে হয়েছে। সবকিছুকে উপেক্ষা করে লড়াই করে আজ পর্দায় নিজের পরিচিতি গড়েছেন সঙ্ঘশ্রী।