বাংলা টেলিভিশনের পর্দায় অভিনেত্রী কুমকুম ভট্টাচার্য নামে পরিচিত হলেও এই মুহুর্তে দর্শক তাকে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে, সঙ্ঘমিত্রা নামেই চেনেন। টিভির পর্দায় নিয়মিত অভিনেত্রীকে হাসি মুখে দেখা গেলেও তার পেছনে লুকিয়ে থাকা অভিনেত্রীর কঠিন বাস্তবের গল্প হয়ত অনেকেরই অজানা।
সম্প্রতি ফেসবুক পোস্টে অভিনেত্রী নিজের জীবনের সেই অজানা অধ্যায় ভাগ করে নিলেন সকলের সাথে। ছোটবেলা থেকেই ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছেন অভিনেত্রী। বরাবরই মনে মনে ঠিক করে নিয়েছিলেন তিনি কোনও দিনই ব্রাহ্মণ ছেলেকে বিয়ে করবেন না। আর সেই জেদের বশেই এক অব্রাহ্মণ ছেলেকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বাবার অমতে বিয়ে করায়, বাবার সঙ্গে যোগাযোগ ছিল না তার।
পোস্ট শেয়ার করে সঙ্ঘমিত্রা লেখেন, “বিপদে যখনই পড়েছি তখন একটা একটা করে সোনার গয়না বিক্রি করেছি। কিন্তু বাবা বা কারও কাছে হাত পাতিনি।” তপন সিংহের ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন বলে মা-বাবার মত থাকা সত্ত্বেও মাসি-পিসিরা বার করে দিয়েছিলেন তাঁকে বাড়ি থেকে। তবুও হার মানেননি অভিনেত্রী, বরং নিজের অভিনয়ের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন টলিপাড়ায়।
আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বলেন, “আসলে এখন কাজের সংখ্যা কম। একটি ধারাবাহিকে অভিনয় করছি। কানাঘুষো শুনছি, সেটাও প্রায় শেষের পথে। তাই এখন ডেটও কম লাগছে। বাড়িতে ফাঁকাই বসে আছি। তখনই বার বার পুরনো কথাগুলো মনে পড়ে। এখন আমি একা থাকি নিজের মতো। ভাল আছি।”
বর্তমানে অভিনেত্রীর একমাত্র মেয়ে অভিনেত্রীর সঙ্গেই থাকেন। আগের মত কাজের ব্যস্ততা না থাকায় অভিনয়ের পাশাপাশি, যোগভ্যাস, রান্নাবান্নাই তার জগৎ।

