‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে থাকবেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী

পরশুরাম আজকের নায়ক

স্টার জলসার পর্দায় শুরু হয়ে গেছে অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু’র নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। কলিযুগে পাপের বিনাশ করতে পরশুরামের আগমন।

ধারাবাহিকের প্রথম পর্ব মন জয় করে নিয়েছে দর্শকের। সন্তানদের নিয়ে নায়ক নায়িকার সুখী পরিবার দর্শককে পজেটিভ ভাইব দিয়েছে। তবে ধারাবাহিকে ভিলেন ছাড়া তো গল্প অসম্পূর্ণ। আর প্রথমপর্বেই তাকে এক ঝলক দেখা মিলল।

পরশুরাম আজকের নায়ক

‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে কে হবে ভিলেন? প্রথম পর্ব দেখে বোঝা গেল খুব সম্ভবত এই ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সংঘমিত্রা তালুকদার। যিনি এর আগে আমার দুর্গা, সর্বজয়া, গীতাএলএলবির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম শীতল।