ঠাকুরপুকুর দুর্ঘটনার জের, রাতারাতি বাংলা সিরিয়াল থেকে বাদ পড়ল স্যান্ডি সাহা

 স্যান্ডি সাহা

ঠাকুরপুকুর দুর্ঘটনার জের, তোলপাড় টেলি দুনিয়া। মদ্যপান করে গাড়ি চালিয়ে ৬ জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। শনিবার রাতে এক পার্টিতে মেতে ছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। পার্টি সেরে সকলে মিলে আরিয়ানের বাড়িতে যান। তারপরেই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছে সান্ডি সাহা এবং আরিয়ান সেই সময় গাড়িতে ছিলেন না।

তবে এই ঘটনার পর গাড়িতে না থাকলেও উঠে আসে স্যান্ডি সাহার নাম। পরের দিন সঠিক সময়ে শুটিং সেটে পৌঁছান স্যান্ডি। ঘটনার তীব্র নিন্দা করে এবং দোষীর শাস্তি চান। তবে প্রতিবাদ করেও শেষ রক্ষা হয়নি। তার ক্যারিয়ারে বড়সড় ক্ষতি হল।

বাংলা সিরিয়াল থেকে বাদ দিয়ে দেওয়া হল স্যান্ডি সাহা আর ঋ-কে।  TV9 বাংলাকে স্যান্ডি জানান, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তবুও আমাকে বাদ দেওয়া হল সিরিয়াল থেকে। ফোন করে আমাকে বলা হল, কাল থেকে আর শ্যুট নেই। আসলে এই ঘটনার পর এত কটাক্ষ আসছে জনগণের থেকে তাই বাদ দিল। যদিও আমি ওই গাড়িতেই ছিলাম না।’