বাংলা ছেড়ে এবার হিন্দি ধারাবাহিকে পা রাখলেন সন্দীপ্তা! বিপরীতে এই জনপ্রিয় নায়ক

সন্দীপ্তা সেন

অভিনেত্রী সন্দীপ্তা সেন, ছোটপর্দার হাত ধরে পথচলা শুরু করলেও বর্তমানে কাজ করেছেন একের পর এক ছবি ও সিরিজে।‌ যদিও এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। তবে এবার আর বাংলায় নয় হিন্দি ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

স্টার প্লাসে আসতে চলেছে নতুন মেগা। প্রযোজনায় এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজকে কেন্দ্র করে‌।

আসন্ন হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। তবে অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে কোন অভিনেতা কে?

গল্পের নায়ক হিসাবে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা কে। যিনি ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার তিনি সন্দীপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

সন্দীপ্তা সেন

তবে স্টার প্লাসের পর্দায় কবে দেখা যাবে এই নতুন ধারাবাহিক, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা।