বাংলার গন্ডি পেরিয়ে বহু বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা পা রেখেছেন হিন্দি সিরিয়ালে। যেমন অভিনেত্রী অদ্রিজা রায়, তিনি ইতিমধ্যে মুম্বাইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। এবার বাংলা সিরিয়াল ছেড়ে হিন্দি সিরিয়ালে ডেবিউ করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
টাপুর টুপুর ধারাবাহিকের হাত ধরে প্রথম বাংলা ধারাবাহিকে আত্মপ্রকাশ করেছিলেন সন্দীপ্তা, এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ছোটপর্দার পর বড়পর্দা, ওয়েব সিরিজেও কাজ করেছেন চুটিয়ে। তবে বহুদিন হল তাকে বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছিল না, গুঞ্জন ছড়িয়েছিল মুম্বাইয়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্য হল।
সামনে এলো সন্দীপ্তা সেনের নতুন হিন্দি ধারাবাহিকের প্রোমো। নাম সম্পূর্ণা’, হিন্দি চ্যানেল স্টার প্লাসে সম্প্রচার হবে এই সিরিয়ালটি। সন্দীপ্তার চরিত্রে নাম ‘মিট্ট’। নায়িকা মিট্ট (সন্দীপ্তা ) বাড়িতে ট্রফি জিতে ফেরার পর দেখা যায় তার মা তাকে রান্নার কাজে লাগিয়ে দেয়। এরপরেই নায়িকা বলে, ‘বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে বোঝাতে হয়েছে যে, মেয়েদের অস্তিত্বে কোনও গুরুত্ব নেই। হয়তো আমাকে কেউ কোনও দিনও বুঝতে পারেনি। আমার স্বপ্ন, আমার ইচ্ছের গুরুত্ব দেয়নি।’
এরপর মিট্টি’র বিয়ে যায় আর সে নিজের ব্যবসা শুরু করতে চায়। কিন্তু অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়। ব্যাংকের সামনে মিট্টিকে একজন বলে ব্যবসা মেয়েদের জন্য নয়। আপনার গ্যারেন্টি কে নেবে।’ এরপরেই এন্ট্রি হয় মিট্টির স্বামী ড. আকাশের। এরপর সে বলে “‘ছেলেদের জন্য মেয়েদের চোখের জল ফেলা উচিত নয়। তুমি ব্যবসা সামাল দাও, বাকি সব আমি সামলে নেব’। এরপরেই গল্পে ভেসে ওঠে ‘মিট্টি’র বুটিক এবং সে এক সন্তানের মা। তাকে বলতে শোনা যায়, “আমার স্বামী তাঁর ভালোবাসা দিয়ে আমার জীবন বদলে দেয়।’