‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মেহেন্দি বলতেই আমাদের প্রথমে মাথায় আসে অভিনেত্রী সঞ্চারী দাসের কথা। যদিও তিনি বেশকিছুদিন আগে এই ধারাবাহিক ছেড়ে চলে গিয়েছেন। তাঁর জায়গায় অন্য মুখ আনা হয়েছে।
তবে শোনা যাচ্ছে অভিনেত্রী সঞ্চারী দাস নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। কিন্তু কেন? আচমকাই এত বড় সিদ্ধান্ত? এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সঞ্চারী জানিয়েছেন, “ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ, অভিমান এইসব কোনও কারণই নয়। বরং তাঁর মা একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। তাই তাঁর মায়ের কাছে বহু ছাত্রছাত্রী বাড়িতে পড়তে আসেন কিন্তু। কিন্তু স্কুলের চাকরির জন্য মা বাড়ির টিউশনে তেমন সময় দিতে পারছেন না। তাই সেই সমস্ত বাচ্চাদের সঞ্চারী পড়াচ্ছেন। ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রীকে বাড়িতে পড়াতে শুরু করেছেন অভিনেত্রী। পাশাপাশি ডিস্টেন্সে নিজের মাস্টার্স সম্পূর্ণ করতে চান।
আসলে অভিনেত্রীর মা দাদু ও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। বাবা একজন চিকিৎসক। তাই মায়ের পথেই হাঁটতে চান তিনি। পরিবারের মতো শিক্ষকতাকেই পেশা হিসাবে বাছলেন সঞ্চারী। আপাতত অভিনয় জগতকে বিদায় জানিয়ে বাড়িতেই শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন অভিনেত্রী। ভবিষ্যতে আর অভিনয়ে ফিরবেন কিনা জানা নেই। তবে সঞ্চারীকে মিস করবেন তাঁর অনুরাগীরা।