বাংলা সিরিয়ালের চেনা মুখ সঞ্চারী মণ্ডল। ছোটপর্দার দুঁদে খলনায়িকা হিসাবেই সঞ্চারীকে চেনেন দর্শক। ছোটপর্দার দীর্ঘ যাত্রা অভিনেত্রীকে জনপ্রিয়তা দিলেও অবশেষে ১৫ বছরের স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর।
পরিচালক জিৎ চক্রবর্তীর সঙ্গে সঞ্চারীর বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। ১৫ বছর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন “কাছের মানুষ” ধারাবাহিকে। আর এত বছর পরে আবারও বন্ধুর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সঞ্চারী।
বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন কাহিনি নিয়ে তিনি বানাচ্ছেন নতুন ছবি। ছবিতে নায়ক হিসেবে থাকছেন বিক্রম চট্টোপাধ্যায়। বন্ধুর এই নতুন যাত্রার সঙ্গী হয়ে উঠেছেন সঞ্চারী। বন্ধুর এই সাফল্যের অংশীদার হতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী।
এই প্রসঙ্গে সঞ্চারী লেখেন, “আজ একটু একটু করে আমাদের দেখা স্বপ্নগুলো সত্যি হচ্ছে। আজ আমার বন্ধু একাধারে প্রোডিউসার এবং পরিচালক। আমার মা আবারও আমার শুটিং ফ্লোরে, আমার এই বন্ধুর আবদারে। আজ আমার মায়ের সাহস আমার আর আমার বন্ধুর স্বপ্নপূরণ করেছে। আমি তার এই স্বপ্নপূরণে আজ সঙ্গে আছি। আমার বন্ধু জিৎ তো জিতলই, সঙ্গে আমরা সবাই জিতলাম। কারণ, আজ এই ইউনিটের সেই মানুষগুলোই আছে, যারা তখন আমাদের দিবাস্বপ্নে চোখের সামনে থাকত।”
বাস্তবে অভিনেত্রী যতটা সরল, পর্দায় তিনি ততটাই কঠিন। সঞ্চারীকে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে শেষ দেখেছিলেন দর্শক।