মারণরোগ ক্যান্সারের জন্য বাবাকে হারান ‘সা রে গা মা পা’ খ্যাত সমদীপ্তা মুখোপাধ্যায়। বাবার চিকিৎসা চলাকালীন ক্যান্সার আক্রান্ত রোগীদের যন্ত্রণা নিজে চোখে দেখেছেন তিনি। তাই এবার সেই রোগীদের জন্য অভিনব সিদ্ধান্ত নিলেন সমদীপ্তা। নিজের লম্বা চুল দান করলেন সেই লড়াকু মানুষগুলোর জন্য।
একসময় সোশ্যাল মিডিয়ায় তাঁর রেকর্ডিং শুনে বাহবা জানিয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই সময় সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছিলেন তিনি। ‘সা রে গা মা পা’র সুবাদে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান সমদীপ্তা মুখোপাধ্যায়। তিনি হাল ফ্যাশনের সাজপোশাক থেকে নিজেকে অনেক দূরে রাখেন। সেই সমদীপ্তার লম্বা চুল দান করার পিছনে লক্ষ্য, ‘যাতে তাকে দেখে বাকি মানুষরাও এগিয়ে আসেন”।
TV9 বাংলা সংবাদমাধ্যমকে সমদীপ্তা জানিয়েছেন,”বাবার চিকিৎসা করানোর সময় যখন হাসপাতালে যেতাম দেখান এই রোগের জন্য মানুষের চুল উঠে গেছে। তাদের শারীরিক যন্ত্রণা আমরা কোনদিনও কমাতে পারব না। সেই ক্ষমতাও হয়তো আমাদের নেই। কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি”।
সমদীপ্তা আরও জানিয়েছেন, “তাঁর চুল মুম্বইয়ের একটি সংস্থাকে দান করেছেন। তারা এই চুল থেকে ক্যান্সার রোগীদের জন্য উইগ তৈরি করবে। আমার মতো আরও মানুষ এগিয়ে আসুক”।