‘তোমার গায়ের রং তো কালো’, স্ত্রীকে কটাক্ষ করতেই ক্ষোভে ফেটে পড়লেন সলমনের ভগ্নীপতি আয়ুষ

আয়ুষ

সেলিব্রেটি মানেই তাকে দেখতে সুন্দর হতে হবে অথবা থাকতে হবে তার সুন্দর ফিগার, না হলেই জুটবে চরম অপমান। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষ। সেলিব্রেটিরাও যে মানুষ তা হয়তো ভুলেই যান নেটিজেনরা। তেমনি গায়ের রং নিয়ে চরম কটাক্ষের শিকার হতে হয় বলিউডে ভাইজান সলমন খানের বোন অর্পিতাকে।

সেলিম খান অর্পিতাকে দত্তক নিয়েছিলেন, ছোট থেকেই বোনকে পরম যত্নে বড় করে তুলেছেন সলমন খান। ভাইজানের চোখের মণি হলেও মোটা এবং কালো হওয়ার জন্য পদে পদে ধেয়ে আসে কুৎসিত মন্তব্য। স্ত্রীর প্রতি অন্যায় নিয়ে এবার মুখ খুললেন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা।

সলমনের ভগ্নীপতি জানান, “দিন রাতি আমার স্ত্রীকে নিয়ে ট্রোলিং চলছে। যখনি সোশ্যাল মিডিয়ায় ওর ছবি পোস্ট করা হয় তখনি উড়ে আসে খারাপ মন্তব্য। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। ওর গায়ের রং কালো বলে, ওর যতবার ছবি সামনে ওঁকে মনে করিয়ে দেওয়া হয় তুমি তো কালো।  আজকাল কেউ মনের সৌন্দর্য দেখেন না। কেউ জানতে চায় না অর্পিতা মানুষ হিসেবে সে কতটা সুন্দর। বাইরের সৌন্দর্যটাই কটাক্ষের বিষয়বস্তু”।

অভিনেতা আরও জানান, “আমি আর অর্পিতা দুজন সম্পর্কে খুব খুশি। অর্পিতা জানে ওঁকে নিয়ে নিন্দুকেরা নোংরা মন্তব্য করেন। অর্পিতা আমায় বলে আমি সেলেব নই। আমি তারকা হওয়ার মতো কিছু করিনি। আমি কখনওই ক্যামেরার সামনে দাঁড়াব না। যেভাবে নিজের জীবন কাটাই সেভাবে কাটাব”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here