শ্বশুরবাড়িতে সবসময় ঘোমটা দিয়ে থাকতে হয় সৈরিতিকে, নিয়ম শুনেই শুরু ট্রোল

সৈরিতি বন্দোপাধ্যায়

টেলিভিশন পর্দায় জনপ্রিয় মুখ অভিনেত্রী সৈরিতি বন্দোপাধ্যায়। নাগলীলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আসা। ‘ঠিক যেন লাভ স্টোরি’র হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয়তা পান। এই ধারাবাহিকে অভিনয় করেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও ‘নিশির ডাক’, ‘বাক্সবদল’, ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেছেন।

সম্প্রতি নিজের স্বামীকে নিয়ে এসেছিলেন দিদি নম্বর ১-এ। আর সেখানে এসে শ্বশুরবাড়িতে নিয়মের কথা বলতেই ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। এদিন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, ‘আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে বয়সে যারা বড় তাদের সামনে ঘোমটা দিয়ে থাকতে হয়। সেটা এখনও থাকতে হয়।’
রচনা সৈরিতিকে প্রশ্ন করেন ‘তাই! তুই করিস?’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি শ্বশুরের সামনে এখনও ঘোমটা দিয়ে থাকি। উনি বাড়িতে এলেই আমি ঘোমটা দিয়ে থাকি।’
এরপরেই অভিনেত্রীর বর জানান, “শাড়ি পড়তে হবে এরকম নয়, যে কোনও একটা কাপড়, ওড়নার মতো, মাথায় দিয়ে থাকলেই চলবে।”। সৈরিতি মতে, “এই কালচারটা এখনও ওদের আছে। আমার এক দিক দিয়ে ভালোলাগে। কারণ পরের জেনারেশনে না এটা খুব কাজে দেয়। বলে না দাদু দিদার কাছ থেকে বাচ্চা অনেক কিছু শেখে। সংস্কৃতিটা ওখান থেকে শেখা যায়। এটা আমি আমার মেয়ের মধ্যে এখন দেখতে পারি। বাড়ি থেক বেরনোর সময় বড়দের প্রণাম করে বেরোই আমরা। আমার মেয়েও কিন্তু ছুটে গিয়ে আগে প্রণাম করে।”

Source: bangla . hindustantimes . com