ছোটপর্দায় এবার ‘সতীন’ হয়ে ফিরছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

সৈরিতি বন্দ্যোপাধ্যায়

এবার পর্দায় খলনায়িকার চরিত্রে ফিরছেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। এর আগে বহুবার নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে সৈরিতি অভিনয় করছেন জি বাংলা সোনারের ‘বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম’-এ ইচ্ছেধারী নাগিনের চরিত্রে। এবার স্টার জলসার পর্দায় নতুন অবতারে ধরা দেবেন সৈরিতি।

জানা যাচ্ছে, প্রযোজনায় সুরিন্দর ফিল্মসের হাত ধরে ‘ও‌ মোর দরদিয়া’ ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী। সদ্য শুরু হওয়া এই গল্পে রণিতার সতীনের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী সৈরিতিকে।

এছাড়াও এই ধারাবাহিকে মুখ্য খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়কে। একা তনুকাই নন, ধূসর চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রী ভট্টাচার্যকে। রণিতা দাস ও বিশ্বজিৎ ঘোষ অভিনীত এই ধারাবাহিকের গল্প ইতিমধ্যেই দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছে। এবার খলচরিত্রে ধারাবাহিকের বিশেষ চমক সৈরিতি বন্দ্যোপাধ্যায়।

'ও‌ মোর দরদিয়া'

Previous article30 টি বেস্ট রোমান্টিক প্রেমের কবিতা | Romantic love poems
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।