আজ (১৭ ই নভেম্বর) ‘কথা’ ধারাবাহিকের নায়ক সাহেব ভট্টাচার্যের শুভ জন্মদিন। উইকিপিডিয়া বলছে ৪০-এ পা রাখলেন ছোটপর্দার এভি। মধ্যেরাত থেকেই সাহেবের জন্মদিন উদযাপনে মেতেছেন চর্চিত প্রেমিকা ‘কথা’ ওরফে অভিনেত্রী সুস্মিতা দে।
এতদিন নিজেদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলে। সাহেব ভট্টাচার্যের জন্মদিনে সেই গোপন খবর খোলসা করলেন অভিনেত্রী। তবে নিজের পোস্টেই সুস্মিতা ইঙ্গিত দিয়েছেন সাহেব তাঁর জীবনের সেরা পুরুষ।
রাত ১২ টায় সোশ্যাল মিডিয়ায় সাহেবের সাথে একটি ছবি পোস্ট করে ছোটপর্দার কথা লেখেন, “হ্যাপি বার্থ ডে দা কিং ভট্টাচার্য। বিশ্বব্রহ্মাণ্ড এবং শ্রী রাধারাণী আপনাকে সমস্ত আশীর্বাদ, সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসায় আশীর্বাদ করুন…আপনি ইতিবাচকতার শক্তিঘর…আপনি এত দয়ালু আত্মা…!!সবসময় এমনই থাকুন…।”
সর্বশেষে অভিনেত্রী লেখেন, ‘প্রত্যেকের জীবনে একজন সাহেব থাকুক’। শেষে একটি লাভ ইমোজি জুড়ে দেন। সুস্মিতার কমেন্টে বক্সে প্রতিক্রিয়া জানিয়ে সাহেব লেখেন, “সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ… ❤️”
তাদের পোস্ট দেখে কারো বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি যে সাহেবের জন্মদিনেই প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন তারা।
এছাড়াও মধ্যেরাতে সাহেবের জন্মদিনে কেক কেটে সেলিব্রেশনে মাতেন সুস্মিতা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জন্মদিনের রাতেই একগুচ্ছ গোলাপ নিয়ে নায়কের সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন সুস্মিতা।

