সকলকে হারিয়ে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতলেন সাহেব-সুস্মিতা

আনন্দলোক অ্যায়ার্ড প্রোগ্রাম

গতকাল ২৬ জানুয়ারি, SVF তরফে অনুষ্ঠিত হয় আনন্দলোক অ্যায়ার্ড প্রোগ্রাম ২০২৫। আর আনন্দলোক পুরস্কার পাওয়ার সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তারকারা। ধারাবাহিকের জগত থেকে অনেকেই রয়েছেন পুরস্কার প্রাপ্তির তালিকায়। চলুন দেখে নেওয়া যাক, কোন বিভাগে পুরস্কৃত হলেন কে?

কথা ধারাবাহিক থেকেই বাজিমাত করল অগ্নি-কথা জুটি। দর্শকের পছন্দ অনুযায়ী কথা ধারাবাহিক থেকে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ছোটপর্দার অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্য। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কথা ওরফে সুস্মিতা দে। আগামীতেও এভাবেই দর্শক তাদের ভালোবাসা দেবে এমনটাই আশা রাখে সাহেব-সুস্মিতা।