ফিরছে কথা-এভি জুটি! নতুন প্রোজেক্টে আবারও একসঙ্গে সাহেব-সুস্মিতা

সাহেব-সুস্মিতা

‘কথা’ শেষ হতেই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র জুটিকে বেশ মিস করছিলেন দর্শক। ‘কথা’য় প্রথমবার জুটি বেঁধেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল কথা-এভি’র জুটি। এমনকি সাহেব-সুস্মিতার জুটিকে যাতে ফেরানোর আবদারও জানান দর্শক। এবার অনুরাগীদের ইচ্ছেপূরণ হতে চলেছে। ফিরছে সাহেব-সুস্মিতার জুটি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে সাহেব নিজেই চমক দিলেন অনুরাগীদের। ছোটপর্দায় কিংবা বড়পর্দায় নয়, কথা আর এভির জুটি ফিরছেন মঞ্চে। এই প্রসঙ্গে সাহেব জানান, নবাব সিরাজউদ্দৌলা হয়ে মঞ্চে ফিরছেন অভিনেতা। সঙ্গে ‘বেগম লুৎফান্নিসা’র চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে।

অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় ‘সিরাজ এবং’ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। সাহেব জানান, বাংলা টকিজের প্রযোজনায় এই নাটকের প্রথম প্রদর্শনী হবে ১৭ জানুয়ারি। জিডি বিরলা সভাঘরে সন্ধে সাতটায় রয়েছে প্রথম শো।

 সাহেব-সুস্মিতা

এই নাটকের মাধ্যমে মঞ্চে দর্শক আবার দেখবেন তাদের প্রিয় জুটি সাহেব-সুস্মিতাকে। সাহেবের এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের ভালবাসা। প্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখতে পাওয়ার খবরে দারুণ খুশি দর্শক মহল।

সাহেব-সুস্মিতা ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সেঁজুতি রায় মুখার্জি ও অর্পিতা গাঙ্গুলি।

Previous articleরহস্যময় ভূতের গল্প । Bengali Horror Story
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।