সিনেমা বা সিরিয়াল হোক, নায়িকা হতে হলে হতে হবে ফর্সা-সুন্দর চেহারা। এখনও এমনি চিন্তাধারা নিয়ে চলেন বেশকিছু মানুষ। যদিও বর্তমানে সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের প্রতিভার জেরেই দাপিয়ে কাজ করছেন। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী সাহানা সেন।
অভিনেত্রী সাহানা সেন একজন প্রতিভাবান অভিনেত্রী। যদিও ১৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কখনো ‘নায়িকা’ তকমা পেলেন না। যদিও এতে অভিনেত্রীর আক্ষেপ নেই। কারণ তিনি ইঁদুর দৌড়ে রাজী, তার কাছে অভিনয়টাই গুরুত্ব। সেটা মুখ্য হোক পার্শ্ব।
২০০৭-২০০৮ সাল ‘প্রতিদান’ (Pratidan) ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ের যাত্রা শুরু করেন। নায়িকা হতে গেলে ফর্সা-সুদর্শন চেহারা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে নীরবে থেকে নিজের সেরা অভিনয় দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের মধ্যে প্রতিভাই শেষ কথা।
পর্দায় কখনো তিনি মা, কখনো ননদ, কখনো বোন আবার কখনো বৌদি চরিত্রে, যেকোনো চরিত্রেই নিজেকে খুব সুন্দরভাবে মেলে ধরেন এই অভিনেত্রী। ‘ধুলোকণা, ‘গোধূলি আলাপ’, ‘মেয়েবেলা’ মতো জনপ্রিয় ধারাবাহিকে রয়েছে তার থলিতে।