সন্তানের জন্যই ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগিয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছোট থেকে সহজের কাছ থেকে কিছু লুকিয়ে রাখেননি প্রিয়াঙ্কা।
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সহজের সঙ্গে আমিও দিনে-দিনে পরিণত হচ্ছি। ছোট থেকেই জীবনের কোনও পরিস্থিতি ওর থেকে লুকিয়ে রাখিনি। আমার খারাপ সময়টা ওর জানা, উঠে দাঁড়ানোটাও জানা। কখনও আমার স্পেসের দরকার হলে ওকে নির্দ্বিধায় বলতাম, ও বুঝতেও পারত। আমি নিজে অনেস্ট থাকলেই আমার সন্তানও সেই শিক্ষা পাবে। আর এখন তো ও-ই বাড়ির গার্জিয়ান।’
প্রিয়াঙ্কা জানান, ‘ছোট থেকেই ভীষণ সেন্সিটিভ সহজ। ওর একটা নিজস্ব জগৎ আছে। কথা বলতে ভীষণ ভালোবাসে এবং পারদর্শী। আসলে ভীষণ বই পড়ার নেশা ওর। ছোট থেকে ওকে আমি রাহুল দু’জনেই গল্পের বই গিফ্ট করতাম। স্ক্রিন টাইমটা একটু কম রাখার চেষ্টা করেছি। কিন্তু নতুন প্রযুক্তির সঙ্গে যাতে ও কোপ-আপ করতে পারে মাথায় রেখেছি বরাবর। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, তখনকার পরিস্থিতি যাই থাকুক না কেন ওকে কিন্তু তেমন জটিলতায় ফেলতে চাইনি আমি এবং রাহুল। সমস্ত বিষয়টাই ওর কাছে খুব ওপেন ছিল। আমার এবং রাহুলের যৌথ সিদ্ধান্ত ছিল, তারকার সন্তান হওয়ার মনোভাব যেন ওর মধ্যে না আসে। সহজের মধ্যে প্রথম থেকে একটা নিজস্বতা আছে। ছোট থেকে সমাজমাধ্যমে ওর বাবা মাকে নিয়ে অনেক কিছুই ওর চোখে পড়েছে। আমাদের আপসেট হতে দেখেছে। তাই বোধহয় ও নিজেই শিখে নিয়েছিল কাকে কতটা বলতে হয়।’
সূত্র – https: // eisamay . com / entertainment/actress-priyanka-sarkar-how-to-balance-her-career-and-children/200338608 . cms